নজিব চৌধুরী: এই উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে সাংবাদিকতা অনেক প্রতিকূলতা এবং বহুমুখী ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই ব্যাপক বিবর্তিত সময়ে এসে অনবদ্য পরিণতি লাভ করেছে। উপমহাদেশে পেশাগত জায়গায় সাংবাদিকতার মানোন্নয়নে যথাক্রমে মাওলানা আকরম খাঁ, মাওলানা আবুল কালাম আজাদ, তফাজ্জল হোসেন মানিক মিয়া’র মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য ভূমিকা বিলক্ষণ মশহুর।
যারা সাংবাদিকতা নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করছে তাদের ক্যারিয়ার শুধু সাংবাদিকতা নয়, অন্যান্য পেশার মধ্যেও ক্যারিয়ার গড়ার সুযোগ বিলক্ষণ রয়েছে। তবে বিশেষভাবে সাংবাদিকতার প্রতি যাদের আবেগ রয়েছে, এবং এই আবেগ নিয়ে যারা সাংবাদিকতা বিভাগে পড়তে আসেন, তাদের জন্য পেশাগত জায়গায় এটা খুবই কার্যকরী; কেননা আবেগ, আগ্রহ এবং রোমাঞ্চ না থাকলে এই বিশেষ পেশায় উজ্জ্বল ক্যারিয়ার গড়া সুদূর পরাহত একটি ব্যাপার বটে। তাই অন্যান্য পেশার সাথে সাংবাদিকতা পেশার তুলনা চলে না। হাজারো পেশার মধ্যে সাংবাদিকতা এখন একটি মহৎ ও সম্মানজনক পেশা হিসেবে বিদ্যমান।
বর্তমানে সাংবাদিকতা তথা ক্রিয়েটিভ মিডিয়াকে টপÑটেন ক্যারিয়ারের মধ্যে অন্যতম পেশা বলা হচ্ছে। ভালো সাংবাদিক হতে হলে সাংবাদিকতা বিষয় নিয়ে পড়তে হবে এমনটা জরুরি নয়। তবে সাংবাদিকতার উপর অর্নাস-মাস্টার্স ডিগ্রি একজন ভালো ও দক্ষ সাংবাদিক হওয়ার জন্য বেশ সহায়ক। সুতরাং ক্রিয়েটিভ মিডিয়ায় কাজ করতে হলে সাংবাদিকতা বিষয়ের উপর ডিগ্রি থাকলে ভালো।
ঢাকা শহরে এই বিষয়ের উপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ থাকলেও বাংলাদেশের বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টি চালু রয়েছে। অথচ চট্টগ্রামে গণমাধ্যমকর্মীর বিস্তর চাহিদা বিদ্যমান। একজন সাংবাদিককে হারফন মাওলাÑঅর্থাৎ সকল কাজের কাজী হতে হয়। ইংরেজীতে সাংবাদিককে বলা হয়- জ্যাক অব অল ট্রেডস, মাস্টার অব নান।
বিভিন্ন বিষয়ে ন্যূনতম প্রাথমিক মৌলিক জ্ঞান থাকা একজন সাংবাদিকের জন্য জরুরি। সেটা হতে পারে খেলাধুলা, অর্থনীতি ও বাণিজ্য, আইন-আদালত, সংবিধান, জ্বালানি, ভূগোল, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়। সাংবাদিকতা ও গণমাধ্যমের শিক্ষার্থীরা- গণসংযোগ, বিজ্ঞাপন এজেন্সি, ফিল্ম মেকিং, ব্যাংকিং এবং শিক্ষকতার মতো পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারেন।
উপরোক্ত বিষয় ছাড়াও সাংবাদিকতার বিশেষ ক্ষেত্রসমূহ:
প্রিন্ট মিডিয়া (পত্রিকা, ম্যাগাজিন, সাময়িকী ইত্যাদি): সম্পাদকীয় বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, রিপোর্টিং বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, রেফারেন্স লাইব্রেরি, প্রিন্টিং বা ছাপাখানা বিভাগ ইত্যাদি।
ইলেকট্রনিক মিডিয়া (রেডিও টেলিভিশন): নিউজ বিভাগ (রিপোর্টিং), নিউজ এডিটিং, জয়েন্টে নিউজ এডিটিং, ডেস্ক রিপোর্টিং, নিউজ প্রডিউসিং, নিউজ প্রেজেন্টিং, অনলাইন এডিটিং, প্রোগ্রাম প্রডিউসিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্সডিজাইনিং, এনিমেটিং, সেট ডিজাইনিং, চিত্র গ্রহণ, ইঞ্জিনিয়ারিং এবং ব্রডকাসটিং এক্সিকিউটিভসহ নানা ধরনের কর্মসংস্থান। ইলেক্ট্রনিক মিডিয়ায় সাধারণ নিয়ম হলো, কোন বিভাগে আপনি কাজ করতে প্রথমেই জানতে হবে বেসিক জার্নালিজম।
অনলাইন মিডিয়া: বাংলাদেশে পূর্বে প্রিন্ট মিডিয়া (সংবাদপত্র) ও ইলেক্ট্রিক মিডিয়ায় কাজের সুযোগ থাকলেও বর্তমানে ইন্টারনেটের কল্যাণে আরেকটি ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি হলো অনলাইন মিডিয়ার সম্পাদকীয়বিভাগ, প্রশাসনিক বিভাগ, বার্তা বিভাগ, প্রুফ এডিটিং বিভাগ, ফটোগ্রাফি বিভাগ, অলংকরণ বিভাগ, রেফারেন্স লাইব্রেরী। এছাড়া আরো কমবেশি বিভাগ থাকতে পারে; এটি সম্পূর্ণ নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের উপর।
সাংবাদিকতার পড়াশোনায় সবচেযে বড় সুবিধা হচ্ছে, ছাত্রজীবনেই সাংবাদিকতা করার সুযোগ। বর্তমান পৃথিবীতে যোগাযোগের বিস্তর চাহিদা, তাই ¯œাতক এবং মাস্টার্স শেষ করেই যোগাযোগের যে কোন খাতে অনায়াসে কাজ করা সম্ভব।
সফল সাংবাদিক হতে গেলে সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনের জন্য যেমন সাংবাদিককে সুলিখিত বইসমূহ পড়তে হবে তেমনি ব্যবহারিক জ্ঞানেরও প্রয়োজন রয়েছে। তাই একজন সাংবাদিককে সততা, প্রখর বুদ্ধি, দূরদর্শিতা, জ্ঞানমুখিতা, ব্যবহারিক ও প্রায়োগিক দক্ষতা ও সাহসিকতা প্রভৃতি গুণাবলীর অধিকারী হতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে একথা স্বীকার করতেই হবে যে, এ পেশার উল্লেখযোগ্য পরিমাণ জনশক্তিই অপ্রশিক্ষিত। সাংবাদিকতায় পড়াশোনা করে এই পেশায় এসেছেন এমন লোকের সংখ্যা নিতান্ত নগণ্য।
পেশাগত শিক্ষাগ্রহণ তো দূর থাক, এমনকি সুষ্ঠুভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এমন সাংবাদিকদের পাল্লা তুলনামূলকভাবে কম ভারী। ফলে এদেশে এখনো সাংবাদিকতা পেশায় প্রফেশনালিজম গড়ে ওঠেনি। অথচ একটি সম্ভাবনাময় ও চ্যালেঞ্জিং পেশা হিসাবে সাংবাদিকতা আজ দেশে বিদেশে অনেক উঁচু মানের পেশা এবং পৃথিবীতে যতগুলো পেশা আছে সাংবাদিকতা তার মধ্যে অন্যতম। সুতরাং সাংবাদিকতা অধ্যায়ন ও সুষ্ঠু প্রশিক্ষণের মাধ্যমে এই পেশায় প্রবেশ করতে পারলে একটি সম্ভাবনাময় ও উজ্জল ক্যারিয়ার গড়ে তোলা অবশ্যই সম্ভব।
লেখক: শিক্ষার্থী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।