চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে পারলেই নেতাকর্মীদের নিয়ে বিজয় মিছিল করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার চট্টগ্রামে ফিরে আসার পর দলীয় এক সংবর্ধনায় এ কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে।
বেলা পৌনে একটার দিকে ঢাকা থেকে সোনার বাংলা ট্রেনে করে চট্টগ্রামে এসে পৌঁছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর রেল স্টেশন চত্বরে একটি ট্রাককে মঞ্চ বানিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আগে থেকে সেখানে অবস্থায় নেয় নগর আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিস্টার নওফেল বলেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তিনি চট্টগ্রামবাসীকে সম্মান জানিয়েছেন। তবে এখনও আনন্দ করার সময় আসেনি। ২০১৯ সালে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে পারলে, নৌকার বিজয় নিশ্চিত করতে পারলে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে পারলে তবেই বিজয় মিছিলে শামিল হব আমি।
তিনি বলেন, নেতা হওয়ার জন্য প্রধানমন্ত্রী কাউকে পদ দেননি। সংগঠনকে জনতার কাতারে পৌঁছে দিতে দায়িত্ব দিয়েছেন। এ দায়িত্ব আস্থার, এ দায়িত্ব বিশ্বাসের। আওয়ামী লীগ পরিবারের প্রত্যেক সদস্যকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়েই দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে হবে।
নওফেলের সাথে চট্টগ্রামে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। তিনি এ সময় বলেন, আমাদের পদ দেওয়া হয়েছে নেতাগিরি করার জন্য নয়, দলের কাজ করার জন্য। রাজনীতি করতে হবে দেশের মানুষের জন্য। কাজ করতে হবে চট্টগ্রামের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। ব্যক্তিগত প্রাপ্তির জন্য নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কমিটিতে চট্টগ্রামের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আবেগ ও দায়িত্ববোধের প্রতিফলন ঘটিয়েছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, হাসান মাহমুদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মতো যোগ্য মানুষদের তিনি সাংগঠনিক কাজে বাছাই করেছেন। মাননীয় নেত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, ১৪ দল নেতা গিয়াস উদ্দিন, শ্রমিক লীগের মাহবুবুল হক চৌধুরী এটলী, ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।
অনুষ্টানস্থলে উপস্থিত ছিলেন ব্যারিস্টাল নওফেলের মা হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি প্রমুখ। সংবর্ধনা শেষে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাকটি নিয়েই নগরীর চশমা হিলের বাড়ির উদ্দেশ্যে রওনা হন নওফেল।