অক্টোবরে রফতানি বেড়েছে ১৪ শতাংশ

DOLLARএক মাস পর আবার বেড়েছে রফতানি আয়। অক্টোবরে রফতানি বেড়েছে গত বছরের একই মাসের তুলনায় ১৪ দশমিক ৩৯ শতাংশ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আয় বেশি হয়েছে ৩ শতাংশ। একক মাস অক্টোবরে অনেক বেশি হারে বাড়ার কারণে চলতি অর্থবছরের গত চার মাসে (জুলাই-অক্টোবর) আয় বেড়েছে ৭ শতাংশের কাছাকাছি। তবে তা লক্ষ্যমাত্রা থেকে কমেছে ৭ শতাংশ কম।

বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, দুই মাসের ব্যবধানে দুটি ঈদের কারণে চলতি অর্থবছরের এ পর্যন্ত রফতানি আয় কিছুটা ওঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে। তবে ঈদ শেষে রফতানি আবার ইতিবাচক ধারায় ফিরেছে। তার আশাথ এ ধারা অব্যাহত থাকবে।

ইপিবির প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরে পণ্য রফতানি থেকে আয় এসেছে ২৭১ কোটি ডলার। লক্ষ্যমাত্রা থেকে আয় বেশি হয়েছে ৭ কোটি ডলার। গত বছরের একই মাসের তুলনায় আয় বেশি হয়েছে ৩৪ কোটি ডলার। তবে গত অক্টোবরের প্রবৃদ্ধি ১৪ শতাংশের তুলনায় গত বছরের অক্টোবরে এ হার ছিল ২১ শতাংশ। এদিকে জুলাই-অক্টোবরে রফতানি থেকে আয় এসেছে এক হাজার ৭৯ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় ৬৬ কোটি ডলার বেশি। তবে এ সময়ের লক্ষ্যমাত্রার তুলনায় ৭৯ কোটি ডলার কম। তৈরি পোশাকের রফতানি বেড়েছে ৭ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা থেকে কম হয়েছে ৭ শতাংশের বেশি। ৯৫১ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় এসেছে ৮৮২ কোটি ডলার। নিটের আয় বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ। তবে ওভেনের আয় লক্ষ্যমাত্রা থেকে ১৬ শতাংশ কম হয়েছে। অবশ্য গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি হয়েছে ।