অবশেষে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। নবাব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। আগামী ১৬ তারিখ থেকে ছবির শুটিং শুরু হচ্ছে কক্সবাজারে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই শুভশ্রী ঢাকায় চলে আসছেন বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবির শুটিং কলকাতায় শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত শুরু হচ্ছে বাংলাদেশে। এ বিষয়ে আবদুল আজিজ বলেন, শুটিংয়ে অংশ নিতে আগামী ১৫ তারিখ ঢাকায় আসছেন শুভশ্রী। রাতে রেস্ট নিয়ে সকালেই তিনি কক্সবাজার চলে যাবেন। ১৬ তারিখ থেকে কক্সবাজারে শুটিং শুরু করবেন।
শুটিংয়ের সময়সীমা নিয়ে আবদুল আজিজ বলেন, কক্সবাজারে টানা আট দিন শুটিং করার কথা রয়েছে। এখানে আমরা ছবির এন্ড-ক্লাইমেক্স শেষ করব। চলতি মাসের শেষ দিকে কলকাতায় শুটিং করব, এরপর থাইল্যান্ড যাব। টানা ৪৫ দিন শুটিং করার প্ল্যান রয়েছে। আশা করি এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
নবাব ছবিটি পরিচালনা করছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা এবং কলকাতার রজতাভ দত্তকে।