প্রযুক্তি জগতের অন্যতম জনপ্রিয় প্রতিষ্ঠান নকিয়া আবারো ফিরছে বাজারে। এ বছরের শেষে অ্যানড্রয়েড ফোন নিয়ে আসছে নকিয়া। প্রতিষ্ঠানটি বর্তমানে বিভিন্ন ফোনের কনসেপ্ট প্রদর্শন করছে। এমনই একটি ফোন নকিয়া ডি ১সি। নকিয়ার নতুন এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে থাকছে ৩ জিবি র্যাম।
ডি১সি ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহৃত হয়েছে। এটি অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেমচালিত।
নকিয়ার নতুন এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড এই তিনটি রঙে পাওয়া যাবে। এর ডিসপ্লের আকৃতি ৫.৫ ইঞ্চির। রেজল্যুশন ১০৮০ী১৯২০ পিক্সেল। অক্টোবর প্রসেসরের ফোনটিতে অ্যাড্রিনো ৫০৫ জিপিইউ থাকছে। বিল্টইন মেমোরি ৩২ জিবির। নকিয়া ডি১সি ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।