চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে অস্ত্রসহ আবদুর রশিদ (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি সিঙ্গেল শুটার গান, একটি দেশে তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শাপলা আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আবদুর রশিদ চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিনখাইন গ্রামের রফিক সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও পাহাড় কাটাসহ বিভিন্ন অভিযোগে সীতাকুন্ড থানায় দুইটি ও আদালতে একটি মামলা রয়েছে।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা আবাসিক এলাকার আর বি টেক্সটাইলের সামনে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ রশিদকে গ্রেফতার করা হয়। ভ’মি দস্যু হিসেবে পরিচিত পাওয়া রশিদ একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে। রশিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।