বিশ্বের প্রথম স্যাটেলাইট স্মার্টফোন

smartphoneবিশ্বের প্রথম স্যাটেলাইট স্মার্টফোন তৈরি করলো চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন। এই ফোনটি চীন ও চায়না সমুদ্রের যেকোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফোন কল ও বার্তা আদান প্রদান করতে সক্ষম।

এই স্যাটেলাইট স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে চীনের প্রথম মোবাইল কমিউনিকেশন স্যাটেলাইট টিয়াটাং-১ এর জন্য। ফোনটি চীনে চলমান এয়ার শোতে প্রদর্শন করা হয়।

এটি খুব শিগগিরই বাজারে বিক্রি করা হবে। এটি বাজারে আসলে বিট্রিশ সাটেলাইট ইনমারস্যাটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।