ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার চমক, সদস্য থেকে উপ দপ্তর সম্পাদক

biplob-baruaঢাকা : কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পেলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সদস্য থেকে তাকে উপ দপ্তর সম্পাদক করা হয়েছে। একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের শূন্য পদে পদায়ন করা হয়েছে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে। রোববার দুপুরে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৯ আগস্ট ঘোষিত আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের লোহাগড়ার কৃতী সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সদস্য ঘোষণা করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে তরুণ এই নেতাকে পদোন্নতি দিয়ে উপ দপ্তর সম্পাদক ঘোষণা করা হলো।

আর এই ঘোষণা চট্টগ্রামবাসীর জন্য বড় ধরনের চমকের পাশাপাশি তারুণ্যদীপ্ত মেধাবী নেতৃত্বের প্রতি দলীয় প্রধান শেখ হাসিনার সদিচ্ছা ও নির্ভরতার একটি বড় উদাহরণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলছেন, আগামীর রাজনীতি হবে সম্পূর্ণ মেধা ও জ্ঞাননির্ভর- ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার এই পদোন্নতি সেটিরই ইঙ্গিত।।

এদিকে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পদোন্নতিতে তার এলাকা সাতকানিয়া-লোহাগাড়াসহ চট্টগ্রামে আনন্দের জোয়ার বইছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দমিছিল ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে নতুন প্রজন্মের এই নেতার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটাচ্ছেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিতে বৃহত্তর চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রেসিডিয়াম মেম্বার, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংগঠনিক সম্পাদক, ড. হাছান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আমিনুল ইসলাম উপ প্রচার সম্পাদক, দীপঙ্কর তালুকদার ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সদস্য মনোনীত হন। এদের মধ্যে শেষমেশ বিপ্লব বড়ুয়া চমক দেখালেন। পদোন্নতি পেয়ে এক লাফেই উপ দপ্তর সম্পাদক হয়ে গেলেন।

*** আওয়ামী লীগের আকাশে চট্টগ্রামের আরেক তারা