আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার :বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম: আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে ১০তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ব্যবসাবান্ধব সরকার। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধিত হয়েছে। বৈদেশিক বাণিজ্যের ভলিউম বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। গুটি কয়েক মানুষের ষড়যন্ত্রে ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বন্ধ করা যাবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বরের আগের ৯০ দিনের যেকোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় বিজয় লাভের জন্য ব্যবসায়ীদেরও প্রস্তুতি নিতে হবে। নারী উদ্যেক্তাদেরও প্রস্তুতি নিতে হবে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নারীরা যে পুরুষের সহযোগিতা ছাড়াই একটি আন্তর্জাতিক মানের মেলা আয়োজন করছে এটা অনেক বড় সফলতা। দেশের নারীদের অগ্রগতির জন্য এটি একটি বড় উদাহরণ।

সিডব্লিউসিসিআইর সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির সভাপতি আবিদা মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভ’মি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য এমএ লতিফ, সাবিহা মুসা, মেহজাবিন মোরশেদ, বাংলাদেশ ফেডারেল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআইর) প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।

প্রসঙ্গত এবারের মেলায় ছয়টি দেশের সাড়ে তিনশ স্টল, প্যাভেলিয়ন রয়েছে। জনপ্রতি প্রবেশ টিকেটের দাম রাখা হচ্ছে ১৫ টাকা।