যুক্তরাষ্ট্রে আল কায়েদার হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে নির্বাচনের আগের দিন সোমবার আল কায়েদা হামলা চালাতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। নিউইয়র্ক, টেক্সাস ও ভার্জিনিয়ার কর্তৃপক্ষকে সতর্ক বার্তাও পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। সিবিএস নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে।

সিবিএস নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনটি রাজ্যের কোন কোন স্থানে হামলা হতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি গোয়েন্দা সংস্থা। তবে সন্ত্রাসবিরোধী টাস্কফোর্সকে সতর্ক হতে পরামর্শ দিয়েছে। গোয়েন্দা সংস্থা এফবিআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে গতকাল এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কঠোর সতর্ক অবস্থানে আছে। তারা যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে প্রস্তুত। বিবৃতিতে আরো জানানো হয়, এফবিআই হুমকি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।