সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দীপিকার সঙ্গে একই ছবিতে নারাজ ক্যাটরিনা

প্রকাশিতঃ ৪ নভেম্বর ২০১৬ | ১২:১৫ অপরাহ্ন

Katrina Kaifরণবীরে-ক্যাটরিনার সম্পর্ক ভেঙেছে বহুদিন হয়েছে। কিন্তু রণবীর কাপুরকে নিয়ে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যে টানাপোড়েন কিন্তু এখনও বিদ্যমান। তাই দীপিকার সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন ক্যাটরিনা।

পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের কথা ক্যাটরিনা কাইফের। তবে পরিচালকের ইচ্ছে ছিল একটি বিশেষ চরিত্রে দীপিকাকেও এই ছবিতে নেওয়ার। তাতেই মেজাজ হারিয়েছেন ক্যাটরিনা। দীপিকা এলে তিনি ছবি থেকে সরে দাঁড়াবেন বলে নাকি হুঁশিয়ারি দিয়েছেন পরিচালককে।

অবশ্য দীপিকার ওপর রেগে থাকার যথেষ্ট কারণ রয়েছে এই বলিউড অভিনেত্রীর। রণবীরের সঙ্গে ব্রেকআপের জন্য তাকেই যে দায়ী করেছিলেন দীপিকা।‌ সোনম কাপুরের সঙ্গে মিলে তাকে নিয়ে হাসিঠাট্টাও করেছিলেন। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, সেসব যে ক্যাটরিনা আজও ভুলতে পারেননি তা এবার তার আচরণেই স্পষ্ট ভাবে ফুটে উঠল।