রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ড্রোন ওড়ানোর অনুমতি পেল ভারতের পুলিশ

প্রকাশিতঃ ১১ মে ২০১৬ | ২:৫১ অপরাহ্ন

drone policeভারতের দক্ষিণ রাজ্য কর্ণাটক-এর পুলিশ এই প্রথম দ্রুতগামী ড্রোন ওড়ানোর অনুমতি পেল। রাজ্যের পুলিশ অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ড্রোন ব্যবহার করছে।

দক্ষিণ কোরিয়া থেকে ১২টি ড্রোন আনিয়েছেন কর্ণাটক পুলিশ। এই রাজ্যের ৬ জেলার ২০ পুলিশ পরিচালনা করবে এই ড্রোন।

দ্য ফ্যান্টম-৪ ইউএভিএস নামক প্রতিটি ড্রোনের দাম পড়েছে ১ লাখ ৫০ হাজার রুপি। এই ড্রোনের রয়েছে ১৮.২ মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা। এটি ১ কিলোমিটার উচ্চতায় ও ৩০ মিনিট শূন্যে উড়তে পারে।

পুলিশের একজন মুখপাত্র বলেন, ইতিমধ্যে সফলভাবে রাজ্যের সীমান্তে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধে ড্রোন ব্যবহার করা হয়েছিল। এর ফলাফল আশাব্যাঞ্জক।

যদিও বর্তমানে ভারতে বিমান আইনে ড্রোনের ক্রয়, বিক্রয় এবং বেসামরিক ও বাণিজ্যিক ব্যবহার সীমাবদ্ধ। শুধু সরকারি প্রতিষ্ঠান যেমন, ভারতীয় রেলওয়ে ও পুলিশ বিভাগ এই ড্রোন ব্যবহার করতে পারে বিভিন্ন প্রকল্প এবং আইন-শৃঙ্খলা মনিটর করতে। এ ছাড়াও দিল্লি ও মুম্বাই পুলিশ বিভাগ হাই সিকিউরিটি এলাকা যেমন বিমানবন্দর এবং প্রতিরক্ষা কার্যালয়ে ড্রোন ব্যবহার করে।