ফেসবুকে এলেন তিশা

tishaঅবশেষ ফেসবুকে এলেন মডেল ও অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। তিশার নামে একটি ফেসবুক পেজ সম্প্রতি খোলা হয়েছে। পেজের নাম Nusrat Imrose Tisha. এতদিন তিশার নামে ফেসবুকে কোনো পেজ কিংবা প্রোফাইল ছিল না। তবে অনেকগুলো ফেক পেজও প্রোফাইল ছিল। পেজবুক পেজ চালু করা উপলক্ষে তিশা ফেসবুক একটি ভিডিও বার্তা দিয়েছেন।

ভিডিও বার্তায় তিশা বলেছেন, ‘হ্যালো অবশেশে আপনাদের ভালোবাসা আমাকে ফেসবুকে টেনে আনলো। আজকে থেকে আমার অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হচ্ছে নুশরাত ইমরোজ তিশা নামে। যেটা মেইনটেন করবে পপকর্ণ ডিজিটাল। আমি রেগুলার এটাতে আপডেট দিবো। মাঝেমধ্যে আপনাদের সঙ্গে লাইভে কথা বলতে আসবো। আমার যাবতীয় তথ্য, আমার কাজের ব্যাপারে সবকিছু আপনারা জানতে পারবেন এই পেজের মাধ্যমে।’

তিশা আরও বলেন, ‘সেই ছোট্ট বেলার নতুন কুঁড়ির তিশা থেকে এখনকার তিশা শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। অনেক ভালো কাজ করেছি। কিছু খারাপ কাজ করেছি। কিছু কাজ আপনাদের অনেক ভালো লেগেছে। কিছু কাজ খারাপ লেগেছে। আমি আশা করবো এতদিন যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন ভবিষ্যতেও সেই ভালোবাসা দিবেন যাতে আমি আরও ভালোকাজ করতে পারি। সবশেষে এইটুক বলতে পারি, ভালো থাকবেন। এবং সবাইকে ভালো রাখবেন। আমার জন্য দোয়া করবেন।’

তিশার ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/Nusrat-Imrose-Tisha-1768565660038883/