সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘চার নেতার খুনিদের সাজা কার্যকর হবে’

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০১৬ | ৫:৩৯ অপরাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাষ্ট্র ক্ষমতায় থাকতেই জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। পলাতক খুনিরা ছাড় পাবে না। তাদের সাজা কার্যকরের মধ্যে দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে।

জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে এ কথা বলেন।

রাজশাহী জেলা আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ছিল বাঙালি জাতির জীবনে প্রথম কলঙ্কজনক অধ্যায়। জেল হত্যা দিবস দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে ১৪ দল ক্ষমতায় থাকাকালীন সময়ের মধ্যেই বিচারের রায় কার্যকর করতে এ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন দেশের সঙ্গে কথাবার্তা চলছে। তারা সহযোগীতার আশ্বাস দিয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি ওমর ফারুক চৌধুরী, এনামুল হক, আবদুল ওয়াদুদ দারা, আয়েন উদ্দীন ও আখতার জাহান প্রমুখ।