কবি শাহরুখ খান!

shahrukh khanবলিউডের বাদশা তিনি, বয়সের ভার এখনো তাকে ছুঁতে পারেনি। এই বাদশা’র পরিচয়েরও অভাব নেই! এতদিনে তাঁকে বিভিন্ন পরিচয়ে পেয়েছেন দর্শকরা। দিওয়ালির মৌসুমে এবার শাহরুখ খানকে কবি হিসেবে নতুন পরিচয় খুঁজে পেলেন দর্শক-ভক্তরা। একটি কবিতা পাঠ করে ভারতীয় সৈনিকদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ।

ইতোমধ্যে টুইটারে নিজের আইডি থেকে একটি ভিডিও শেয়ার করেছেন বলিউড কিং খান। যেখানে ভারতীয় সৈনিক ও তার পরিবারের সদস্যদের জন্য স্পেশাল বার্তা দিয়েছেন। তাদের সাহসকে শ্রদ্ধা জানিয়ে সুস্থ থাকার শুভেচ্ছাও জানান তিনি।

ভারতীয় জওয়ানদের দিওয়ালির শুভেচ্ছা জানানোর জন্য নতুন একটি ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমির খান, সালমান খান, অক্ষয় কুমারের মতো তারকারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেখানে। এবার সেই পথেই হাঁটলেন শাহরুখ।

তবে সকলের থেকে তার শুভেচ্ছা দেয়ার পদ্ধতি একেবারে আলাদা। কবিতার পঙক্তিতে তরুণ জওয়ানদের জন্য ভালবাসা আর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বলিউড বাদশা।