নাটকে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। তার এই হঠাৎ সিদ্ধান্ত জানা গেল ফেসবুক স্ট্যাটাস থেকে। ফারিয়া লিখেছেন, আমার অভিনয় জীবন শুরু করার পরই মনে হয়েছিল এই জায়গাটা আমার জন্য নয়। লাস্ট দুই বছর চেষ্টা করেছি, জানি না কতটা সফল! কিন্তু অল্প সময়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, আমি তাতেই খুশি। আমার ব্যক্তিগত কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর নাটকে অভিনয় করব না।
ফারিয়া দুদিন আগেই থাইল্যান্ড থেকে হিং টিং ছট নামে একটি ধারাবাহিকের শুটিং করে দেশে ফিরেছেন। তারপর বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। কিন্তু হঠাৎ নাটকে আর অভিনয় করবেন না বলে ঘোষণা দেওয়ার পেছনে লেখাপড়ার কারণ দেখান তিনি। স্ট্যাটাসে লেখেন, প্রথমত অভিনয়ের জন্য মাস্টার্সটা করি করি করে করা হচ্ছিল না। দ্বিতীয়ত, আমি মেরুদ- সোজা করে চলতে চাই, হিপোক্রেসি কোনো দিন আমার ডিকশনারিতে ছিল না, রাখতে চাই না। এই জায়গায় কাজ করে সেটি রাখা সম্ভব নয়।
তিনি আরো লেখেন, এখানে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ আত্ম-সম্মান নিয়ে কাজ করতে পারবে না, কাজ করতে হলে গ-ার হতে হবে। কিছু অশিক্ষিত মানুষকে হুজুর হুজুর করতে হবে।
আমি কাউকে তোয়াক্কা করিনি, তাই আমি নিজ থেকে ইস্তফা দিচ্ছি। আমি বলছি না সবাই খারাপ, এখানে অনেকে আছেন যারা নিজের সন্তানের মতো, বোনের মতো আদর করেছে কিন্তু কিছু মানুষ আছে যারা সামনে হাসি দিয়ে পিছনে ছুরি মারতে পিছুপা হয় না। আর শেষ একটা কথা, যারা ভাবেন মিডিয়া মানে খারাপ তারা ভুল, এখানে অনেক ভালো মানুষ আছেন। ভালো পরিবারের শিক্ষিত লোক আছেন, আর তারা আছে বলেই মিডিয়া এখনো টিকে আছে, হ্যাঁ খারাপ হওয়ার সুযোগ আছে, কেউ নিজ থেকে চাইলে খারাপ হতে পারে, সবটাই নিজের ওপর। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে ভালো মানুষ হয়ে, মেরুদ- সোজা করে বাঁচতে পারি। সবশেষে ফারিয়া লেখেন, যাদের সঙ্গে কাজের কথা হয়েছে এবং শিডিউল দিয়েছেন তাদের কাজ শেষ করবেন। এই স্ট্যাটাসের বাইরে তার কিছু বলার নেই।