নতুন এক ক্যামেরা ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক। জানা গেছে এই ফিচার দিয়ে ইউজাররা সেলফিতে নানা কাজ করতে পারবেন। এই ক্যামেরার মাধ্যমে ফেসবুকেও তোলা যাবে প্রিজমার মতো বিভিন্ন করসাজির সেলফি।
স্ন্যাপচ্যাটে যেমন মাস্ক, জিওফিল্টার বা প্রিজমার মতো ফিল্টার ইউজের সুবিধা রয়েছে তেমনি ফেসবুকেও থাকবে এই ধরণের সুযোগ। ইউজাররা তাদের কারুকাজখচিত সেলফি সরাসরি মেসেজের মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। আর স্ন্যাপচ্যাটের মতো ছবিগুলো ২৪ ঘণ্টা পর হারিয়েও যাবে।
নতুন এই ক্যামেরা ফিচার নিয়ে বর্তমান আয়ারল্যান্ডে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। গ্লোবালি এটি ছাড়ার আগে আরও অনেকভাবে পরীক্ষা করা হবে বলে জানা গেছে। স্ন্যাপচ্যাট বা প্রিজমার বাইরে গিয়ে ফেসবুকের নিজস্ব উদ্ভাবনী কিছু থাকতে হবে। এটা হতে পারে রিঅ্যাক্টিভ ফিল্টার। আপনার ছবিটি পাতায় সজ্জিত থাকবে যেখানে আপনি হয়তো হাত নাড়াবনে বন্ধুদের উদ্দেশ্যে। কিংবা ছবিতে কালার প্যাটার্ন থাকবে যা আপনার নড়াচড়ায় এলোমেলো হয়ে যাবে।
নিউজ ফিড থেকে খুব সহজেই রাইট সুইপের মাধ্যমে ক্যামেরায় যাওয়া যাবে। এরপর নিচের দিকে সুইপ করার মাধ্যমে বিভিন্ন ফিল্টার বেছে নেওয়া সম্ভব। সম্ভবত প্রিজমা থেকে অনুপ্রেরণা পেয়েছে ফেসবুক। প্রিজমার ফিল্টারের মাধ্যমে যে কোন ছবি ও ভিডিও যেন কোনো শিল্পকর্মে রূপ নেয়।
এর আগেও এক প্রতিবেদনে বলা হয়, ফেসবুক স্ন্যাপচ্যাটের মতো এক নতুন ফিচার নিয়ে গবেষণা চালাচ্ছে। ফেসবুক মেসেঞ্জার অ্যাপের জন্য এসব গবেষণা চালাচ্ছে। মেসেঞ্জার ডে ফিচার অনেকটা স্ন্যাপচ্যাট স্টোরিসের মতোই। এর মাধ্যমে মেসেঞ্জারে ছবি বা ছবিতে টেক্সট বা ছোট ভিডিও অ্যাড করা যায়। ফেসবুক তার অ্যাপগুলোর সঙ্গে ইউজারদের আরও বেশি কাছে টানতে এই গবেষণা চালিয়েই যাচ্ছে। তাই নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে একের পর এক। বর্তমানে ফেসবুক মেজেঞ্জার এন্ড-টু-এন্ড কনভারসেশনের সুবিধা দিচ্ছে। তবে এটি অপশনাল।