সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রণির মুক্তি দাবি

প্রকাশিতঃ ১১ মে ২০১৬ | ২:০১ অপরাহ্ন

Screenshot_12চট্টগ্রাম: মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগ। বুধবার বিকেল ৪টায় নগরীর বাকলিয়া কালামিয়া বাজার চত্বরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রশিবিরের ত্রিশ বছরের দূর্গ চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজকে ছাত্রলীগের হাতে তুলে দেওয়া কারিগর নুরুল আজিম রনি। এই রনি সাধারণ ছাত্রদের অধিকার রক্ষা অগণিত আন্দোলনের কারিগর। বীর চট্টলায় শেখ হাসিনার ভ্যানগার্ডে দায়িত্ব পালনকারী চট্টগ্রামের আপামর ছাত্রজনতার হুদয়ের স্পন্দন এই নুরুল আজিম রনিকে ষড়যন্ত্রমুলকভাবে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, নজিরবিহীন ভাবে গ্রেফতারের সাথে সাথে দুই বছরের সাজা দিয়ে রাতারাতি কারাগারে নিক্ষেপ করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘আজ বীর চট্টলার মানুষ নুরুল আজিম রনির শুন্যতা বুঝতে পেরেছে। রাজাকার নিজামীর ফাঁসির রায় কার্যকর করার সাথে সাথে চট্টগ্রাম কলেজ ও সরকারি মহসিন কলেজে শিবির মিছিল করার সাহস দেখিয়েছে। নুরুল আজিম রনি কারাগারে থাকায় ছাত্রশিবির এ দু:সাহস দেখাতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় নুরুল আজিম রনিকে গ্রেফতার করা হয়েছে একমাত্র চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে আবারও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর হাতে তুলে দিতে। তাই আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অবিলম্বে আমাদের নেতা নুরুল আজিম রনিকে ফিরিয়ে দিন। না হয় ছাত্র সমাজ তাদের নেতাকে মুক্ত করতে ‘জেলের তালা ভাঙা’র শ্লোগান নিয়ে রাজপথ দখল করে নেবে।’

সমাবেশে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক মানিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি নাঈম রনি, সহ স¤পাদক আজিজুল হক আজিজ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিজবাহ উদ্দিন বাপ্পী, ইসমাইল উদ্দিন রুবেল, নাঈম উদ্দিন ইরফান, ওবায়দুল হক, আব্দুল্লাহ আল ফয়সাল, আকতারুজ্জামান রানা, মহিউদ্দির মিনার, ওয়াহেদ মিজান, আসিফ, সাগর, সোহেল, মিজবাহ প্রমুখ।