চট্টগ্রামে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা

চট্টগ্রাম: নগরের জিইসি কনভেনশন হলে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী আয়কর মেলা। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম আয়কর বিভাগ (কর অঞ্চল-১, ২, ৩, ৪) যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

এ উপলক্ষে রোববার দুপুরে নগরীর আগ্রাবাদ সরকারি কার্যভবন-১ এ আয়কর বিভাগের সম্মেলন কক্ষ ‘সাম্পানে’ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয়, এবার চট্টগ্রামের চার অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫৫০ কোটি টাকা। গত বছর আদায় হয়েছিল ৭ হাজার ৫২ কোটি টাকা আয়কর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মোঃ নজরুল ইসলাম বলেন, ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল থেকে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান বেড়ে চলেছে। আয়কর বিষয়ক শিক্ষা, কর বান্ধব পরিবেশ সৃষ্টি, কর বিষয়ক অহেতুক ভীতি দুর করা, কর বিভাগের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি, কর প্রদানে উৎসাহ, ওয়ানস্টপ সার্ভিস নিশ্চিত করা এবং কর ভিত্তি সম্প্রসারণ এই মেলার উদ্দেশ্য।

এসময় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর আপীল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেন, চট্টগ্রাম কর অঞ্চল-২ এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর কমিশনার-৩ মোতাহার হোসেন, কর কমিশনার-৪ আহমদ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার বজলুল কবির ভ’ঁইয়া উপস্থিত ছিলেন।