‘রুপালী গিটার’ নিয়ে ভক্তদের উচ্ছ্বাস, উদ্বোধন সন্ধ্যায়

চট্টগ্রাম : নগরের ব্যস্ততম সড়ক প্রবর্তক মোড়ে প্রয়াত কিংবদন্তী ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে স্থাপিত ‘রুপালী গিটার’ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন সন্ধ্যায়। এর আগে গতকাল (মঙ্গলবার) থেকে ‘রূপালি গিটারটিকে’ দেখার জন্য প্রবর্তক মোড়ে ভিড় করছে আইয়ুব বাচ্চুর ভক্তরা। এ সময় তারা এ ভাস্কর্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাস্কর্যটির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

স্টিলের পাত দিয়ে তৈরি গিটারটির উচ্চতা ১৮ ফুট। গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়ে।

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান দেশের কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু।

একুশে/এসসি