সাংবাদিকদের ফেসবুক লাইভ, ৩৬০ ডিগ্রি ভিডিও, ইনস্ট্যান্ট আর্টিকেলসহ নানা কনটেন্টে অনুসারীদের যুক্ত রাখতে বিনা মূল্যে অনলাইন কোর্স করাচ্ছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, নিউ মিডিয়ার সাংবাদিকদের জন্য তাদের এই কোর্সের আয়োজন। এই কোর্স খবরের তিন মূল ভিত্তি হিসেবে কনটেন্ট খোঁজা, খবর তৈরি ও দর্শক তৈরির ওপর প্রতিষ্ঠিত।
এই কোর্স করতে হলে ফেসবুক প্রোফাইল থাকতে হবে এবং এটি ব্লুপ্রিন্ট নামে ফেসবুকের গ্লোবাল ট্রেনিং প্রোগ্রামের আওতায় পড়বে।
এই কোর্সের জন্য ফেসবুক অ্যাকাউন্টকে এক্সিড এলএমএস নামের থার্ড পার্টি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে। এ ছাড়া আগ্রহী ব্যক্তিরা চাইলে সিগন্যাল নামের একটি প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন, যা ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো জায়গা থেকে খবর তৈরিতে সহযোগিতা করবে।
ফেসবুক কর্তৃপক্ষ সাংবাদিকদের এই কোর্সে আমন্ত্রণ জানিয়ে বলেছে, নিউজ, মিডিয়া অ্যান্ড পাবলিশিং অন ফেসবুক গ্রুপে যোগ দিয়ে তাঁরা আলাপ চালিয়ে যেতে পারবেন।
ফেসবুক সাংবাদিকতায় উৎসাহী করতে ৩ নভেম্বর একটি লাইভ ওয়েবিনার আয়োজন করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের অনলাইন কোর্স করার লিংক (https://www.facebook.com/facebookmedia/journalists )। তথ্যসূত্র: ফেসবুক, রয়টার্স।