সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আনুশকা প্রেম বোঝেন না?

প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০১৬ | ৪:১৬ অপরাহ্ন

sultan salman anushakaবলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অনেক দিন ধরেই প্রেম করছেন এই অভিনেত্রী।

কিন্তু হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে অনেক বেশি বাস্তববাদী তিনি। প্রথম দর্শনে প্রেমে পড়ার তত্ত্বে বিশ্বাসী নন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন আনুশকা।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘আমি ভীষণ বাস্তববাদী মানুষ। প্রথম দর্শনে আমি অন্ধের মতো কারো প্রেমে পড়ি না। হৃদয়ের লেনাদেনার ক্ষেত্রে বাস্তবতাকে বিচার করে থাকি।’

তিনি আরো বলেন, ‘আমি প্রেম বিষয়টাই বুঝি না। আমি কোনো দিন বুঝতেও পারিনি, কোনো পুরুষ আমার প্রেমে পড়েছে কি না। কেউ আমার প্রেমে পড়ে থাকলে তাকে প্ল্যাকার্ড তুলে বলতে হবে।’

আনুশকা অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। একটি ব্যর্থ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। কিন্তু ব্যক্তিগত জীবনেও তিনি প্রেমে ব্যর্থ হয়েছেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে আনুশকা জানান, তিনি বাস্তববাদী।

আনুশকা সহজে কাউকে পছন্দ করেননি। কলেজ জীবনে তার বন্ধুরা বিভিন্ন ছেলে-মেয়ের ওপর ক্রাশ (মোহ) থাকত। তখন তার মনে হতো ওদের মধ্যে কোনো গণ্ডগোল রয়েছে। আজও তিনি সবকিছু এড়িয়ে চলেন।