অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে

oilআন্তর্জাতিক বাজারে চলতি সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো জ্বালানি তেল বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৫০ ডলারের কমে। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলো পণ্যটির উত্তোলন হ্রাসের যে পরিকল্পনা করেছিল, তা ভেস্তে যেতে পারে এমন আশঙ্কা এর বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ব্যারেলে ৫৬ সেন্ট। আগের দিনের চেয়ে পণ্যটির দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১ শতাংশ কমে বিক্রি হয় ৪৯ ডলার ৯৬ সেন্টে। ফ্যাক্টসেটের তথ্যানুযায়ী, ১৭ অক্টোবরের পর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম কমে প্রতি ব্যারেল ৫০ ডলারের কমে বিক্রি হচ্ছে। লন্ডনের আইসিই ফিউচার্স এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি কমেছে ৬৭ সেন্ট। এদিনে পণ্যটির দাম ১ দশমিক ৩ শতাংশ কমে লেনদেন হয় ৫০ ডলার ৭৯ সেন্টে।

সৌদি আরবের পর ওপেকের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলক দেশ ইরাক। গত সপ্তাহের শেষের দিকে দেশটি জানায়, জ্বালানি তেলের উত্তোলন সীমা নির্ধারণ-সংক্রান্ত চুক্তি থেকে দেশটি সরে আসতে পারে। ইরাকের তেল থেকে অধিক রাজস্ব আয় প্রয়োজন। কেননা আইএসের বিরুদ্ধে অব্যাহত যুদ্ধ পরিচালনার জন্য দেশটির অর্থের প্রয়োজন। অন্যদিকে কিছু সংবাদ মাধ্যমে ইরাক শুধু সেপ্টেম্বরে জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে আনতে সম্মত হয়েছিল বলে জানিয়েছে। গত মাসে ইরাকের দৈনিক জ্বালানি তেল উত্তোলনের পরিমাণ ছিল ৪৭ লাখ ৮০ হাজার ব্যারেল।

জ্বালানি তেলের উত্তোলন সীমা নির্ধারণের ব্যাপারে ওপেকের সদস্যরা গত মাসে প্রাথমিকভাবে সম্মত হয়। দেশগুলো দৈনিক পণ্যটির উত্তোলন ৩ কোটি ২৩ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আগামী নভেম্বরে ভিয়েনায় অনুষ্ঠিত সম্মেলনে এ-সংক্রান্ত চূড়ান্ত চুক্তি হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ ও উৎপাদনে পরিবর্তন আসার কথা জানিয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবল প্লাটসের বিশ্লেষকরা জানান, ২১ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ বেড়েছে চার লাখ ব্যারেল। একই সময়ে দেশটিতে ১৫ লাখ ব্যারেল গ্যাসোলিন এবং ১৯ লাখ ব্যারেল ডিজেল মজুদ হয়েছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন দেশটিতে জ্বালানি তেলের উত্তোলন, মজুদসহ যাবতীয় বিষয়ে তথ্য প্রকাশ করতে পারে। নিমেক্সে নভেম্বর মাসে সরবরাহ চুক্তিতে গ্যাসোলিনের দাম গ্যালোনে সামান্য কমে ১ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়। এছাড়া নভেম্বরে সরবরাহের জন্য হিটিং অয়েলের দাম গ্যালোনে ১ দশমিক ৭ সেন্ট করে লেনদেন হয় ১ ডলার ৫৬ সেন্টে। এছাড়া নভেম্বরে সরবরাহের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রাকৃতিক গ্যাসের দাম ২ শতাংশ কমে ২ ডলার ৭৭ সেন্টে বিক্রি হয়।