ডায়ানার প্রেম ভেঙ্গে গেছে!

dianaরোমান্টিক-কমেডি ঘরানার হ্যাপি ভাগ যায়েগি সিনেমার মাধ্যমে ফিরছেন ডায়ানা পেন্টি। ২০১২ সালে ককটেল সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

মাঝে সিনেমা থেকে দূরে থাকলেও ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মুম্বাইয়ের ডায়মন্ড ব্যবসায়ী হার্শ সাগরের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, বাগদানও সম্পন্ন করেছেন এ জুটি।

তবে বিয়ের গুজব উড়িয়ে দিয়ে ডায়ানা জানিয়েছিলেন, বিয়ে করছেন না তিনি। কিন্তু প্রেমের সম্পর্কের কথা তিনি স্বীকার করেছিলেন।

এদিকে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক মাস আগে ব্রেকআপ হয়েছে এ জুটির। কিন্তু এত দিন বিষয়টি গোপন রেখেছিলেন এ অভিনেত্রী। কিন্তু অন্যান্য খবরের মতো এটিও গোপন রাখতে পারলেন না তিনি।