মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জনপ্রিয় ওয়েবসাইট ইয়াহু কাজ করছে না

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪:২৭ অপরাহ্ন

তথ্যপ্রযুক্তি : এক সময় বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হয়ে উঠেছিল ইয়াহু। তবে গুগল ও ফেসবুক আসার পর তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে তারা। বর্তমানে এর মালিক ব্যবহার কমলেও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইয়াহু মেইল সেবা ব্যবহার করে থাকেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ওয়েবসাইটটি কাজ করছে না। ইন্টারনেটের গতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৮ মিনিট নাগাদ এই সমস্যা শুরু হয় আর বিশ্বজুড়ে ব্যবহারকারীরা এতে আক্রান্ত হয়েছে। তবে কেন এই সমস্যা তৈরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

৬১ শতাংশ অভিযোগকারী বলেছেন ওয়েবসাইটেই সমস্যা রয়েছে আর ৩৮ শতাংশ জানিয়েছে তারা লগ ইন করতে চেষ্টা করছে।

সমস্যা শুরুর বেশ কিছুক্ষণ পর ইয়াহু কাস্টোমার কেয়ারের সার্ভিসের এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘ইমেইলসহ আমাদের কিছু কিছু সেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো এই সমস্যার সমাধান করা। আপনাদের ধৈর্য্য শক্তির প্রশংসা করছি’।

ইয়াহু মেইল-এ এখনো প্রায় ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। আর প্রতিদিন প্রায় দুই হাজার ছয়শো কোটি মেইল আদান প্রদান হয়ে থাকে।

একুশে/ডেস্ক/এসসি