মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফেসবুক পোস্টে লাইক না দেখানোর পরিকল্পনা ফেসবুকের

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০১৯ | ১:১৯ অপরাহ্ন

তথ্যপ্রযুক্তি : জনপ্রিয় ব্যক্তিদের মানহীন বিভিন্ন পোস্টে অনেক সময় হাজার হাজার লাইক পড়ে। আর এ কারণে পোস্টটি ভালো না লাগলেও অন্য ব্যবহারকারীরা নিজের অজান্তেই ‘লাইক’ দিতে প্ররোচিত হন। আর তাই ব্যবহারকারীদের মানসিক চাপ কমাতে বিনিময় করা পোস্টে কতজন ‘লাইক’ দিয়েছে সে সংখ্যা সবাইকে না দেখানোর পরিকল্পনা করছে ফেসবুক। শিগগিরই এ বিষয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে, জানিয়েছে ফেসবুক।

প্রতিষ্ঠানটির মালিকানাধীন ছবি ও ভিডিও বিনিময়ের সেবা ‘ইনস্টাগ্রাম’ও বেশ কয়েক মাস ধরে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, জাপান এবং ব্রাজিলে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।

সম্প্রতি চ্যানেলের ‘গ্রাহক’ সংখ্যার সর্বশেষ তথ্যের বদলে আনুমানিক সংখ্যা প্রদর্শনের সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউব। নতুন এ পরিকল্পনার আওতায় বিভিন্ন চ্যানেলে গ্রাহক সংখ্যা হাজার পার হলেই কেবল ‘গ্রাহক’ সংখ্যা যুক্ত করবে ভিডিও স্ট্রিমিং সাইটটি।

একুশে/ডেস্ক/এসসি