চট্টগ্রামে জামায়াত শিবির সন্দেহে ১২ জন আটক

ctgচট্টগ্রাম: পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত-শিবির সন্দেহে ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, জামায়াত-শিবির সন্দেহে ১২ জনকে আটক করে পটিয়া থানায় নেয়া হয়েছে। তাদের বিস্তারিত তথ্য যাচাই বাছাই চলছে। নাশকতার সঙ্গে জড়িত থাকার যুক্তিসংঙ্গত কারণ পাওয়া গেলে গ্রেফতার দেখানো হবে। অন্যথায় তাদের ছেড়ে দেওয়া হবে।