হঠাৎ পাল্টায় রঙ

বিপ্লব জলদাস

আজব দেশের মানুষ মোড়া
আজব মোদের কাজ।

আজব মোদের কথার ধরন
আজব মোদের সাজ।

আজব মোদের চলা বলা
আজব মোদের খেলা।

আজব মোদের ঠাট্টা হাসি
আজব ছলাকলা।

আজব মোদের আসা যাওয়া
আজব মোদের ঢং।

আজব মোদের চরিত্রটা
হঠাৎ পাল্টায় রঙ।