প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চান পরিণীতি

pariniti-copraপ্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন পরিণীতি চোপড়া। অপেক্ষা শুধু ভাল চিত্রনাট্যের। তাহলেই নাকি একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই বোনকে।

পরিণীতির ভাষ্য, ‘প্রিয়াঙ্কার সঙ্গে এক ফ্রেমে অভিনয় করার সুযোগটা কবে আসে, আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছি।’

শুধু বড় পর্দাই নয়, কোনও সিঙ্গেল বা ছবির প্লেব্যাকে যদি প্রিোঙ্কার সঙ্গে গলা মেলানোর অফার আসে, সেই সুযোগও লুফে নেবেন পরিণীতি।

এ নিয়ে পরিণীতি বলেন,‘ওর সঙ্গে বড় পর্দায় অভিনয় অথবা একসঙ্গে গান গাওয়ার সুযোগ এলেও আমি এক কথায় রাজি হয়ে যাব!’

এখন দেখার এটাই, যে কবে কোনো প্রযোজক চোপড়া পরিবারের এই দুই বোনকে একই প্রজেক্টে সই করান।