ঢাকা : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।
রোববার ক্ষমতাসীন দলটির কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সভাপতি পদে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক পদেও নির্বাচন হয়।
দুটি পদে আর কোনো নাম প্রস্তাব না আসায় কাউন্সিলের জন্য গঠিত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান ইউসুফ হোসেন হুমায়ুন দুজনকে নির্বাচিত ঘোষণা করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করার পরপরই নির্বাচনী অধিবেশন শুরু হয়।
নির্বাচনী অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নাম সভাপতি পদের জন্য প্রস্তাব করেন প্রবীণ নেত্রী বিদায়ী সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তা সমর্থন করেন সভাপত্ণ্ডিলীর আরেক সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন জাহাঙ্গীর কবির নানক।
এরপর সভাপতিমণ্ডলী গঠন করা হয়। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের স্থান হয়েছে গুরুত্বপূর্ণ এই পরিষদে। অবশ্য পদাধিকার বলে আগের কমিটিরও সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন তিনি।
সভাপতিমণ্ডলীতে তার পাশাপাশি নতুন এসেছেন নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য (যশোর)।
পুরনোদের মধ্যে সভাপতিমণ্ডলীতে থাকছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
পুরনো যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নতুন যোগ হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান।
কোষাধ্যক্ষ পদে বহাল আছেন এন এইচ আশিকুর রহমানই।