রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আয়ারল্যান্ডের ছবিতে বাংলাদেশের সুজন

প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৬ | ৯:৩৮ পূর্বাহ্ন

sujonবাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি ইতোমধ্যেই বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরেছেন নিজ কর্মদক্ষতা আর সৌন্দর্য দিয়ে। সেখানে তিনি মিস আয়ারল্যান্ড এবং মিস আর্থ প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করেছেন।

অভিনয়ও করছেন কিছু আইরিশ চলচ্চিত্রে। এবার তার হাত ধরে আয়ারল্যান্ডের ফিল্মে নাম লেখাতে চলেছেন বাংলাদেশের মডেলিংয়ে সুপরিচিত মুখ খালেদ হোসাইন সুজন।

আজ শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের মাধ্যমে প্রিয়তি জানান, ‘একটি ঘোষণা, আইরিশ মুভি ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের সুপার মডেল খালেদ হোসাইন সুজনের।’

প্রিয়তি আরো জানান, ‘আমি শুধুই আমাদের দেশীয় মেধাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বাকিটুকু জানতে চোখ রাখুন।’

তিনি জানান, লুজ গ্রিপ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে বাংলাদেশি মডেল সুজনকে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন আয়ারল্যান্ডের জনপ্রিয় একজন অভিনেত্রী। এরই মধ্যে ছবিটির প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রোডাকশন হাউজের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।