করদাতাদের উৎসাহিত করতে সেরা করদাতার তালিকা বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। এ তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে নারী ও তরুণরা। সেইসঙ্গে সেরা করদাতা সম্মাননার তালিকায় করদাতার সংখ্যাও বাড়ানো হবে।
এনবি আরের ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে, সম্মাননার তালিকায় করদাতার সংখ্যা বাড়ানো এবং নারী ও তরুণ করদাতাদের অন্তর্ভুক্তির জন্য ‘সর্বোচ্চ ও দীর্ঘ সময আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮’ তে সংশোধনী আনা হয়েছে।
আগের নীতিমালা অনুযায়ী প্রতি বছর সর্বোচ্চ ৩ জন আয়কর প্রদানকারীকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হতো। এর সঙ্গে নতুন করে নারী ও তরুণ ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। এছাড়া দীর্ঘ সময় ক্যাটাগরিতে একবার নির্বাচিত হলে পরবর্তী ৫ বছর অযোগ্যসহ বেশকিছু নতুন ধারা সংযুক্ত করা হয়েছে এ নীতিমালায়। করদাতাদের অধিকতর সম্মাননা ও সুবিধার বিষয়টিও বিবেচনা করা হয়েছে এতে। অর্থমন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশোধিত নীতিমালার ধারা ২ এর (খ) উপধারায় বলা হয়েছে, প্রতিটি জেলা বা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী ব্যক্তি পর্যায়ভুক্ত ৫ জন করদাতার মধ্যে ৩ জন সর্বোচ্চ কর প্রদানকারী করাদাতা; ১ জন সর্বোচ্চ মহিলা করদাতা এবং তরুণ পুরুষ করদাতা হিসেবে ১ জন ৪০ বছর বয়সের কম ব্যক্তিকে নির্বাচিত করা হবে। এছাড়া দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী একই পর্যায়ভুক্ত ২ জন করদাতাকে পুরস্কারের জন্য মনোয়ন প্রদান করা হবে।
আগের নীতিমালা অনুযায়ী, সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ক্যাটাগরিতে যথাক্রমে ৩ জন ও ২ জন করে মোট ৫ জনকে সেরা করদাতা নির্বাচিত করা হতো। অর্থাৎ করদাতা সম্মাননার তালিকায় একজন নারী এবং একজন তরুণকে যুক্ত করা হবে।