চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে অস্ত্রসহ গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণির জামিন আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজার আদালতে জামিন আবেদনের শুনানী হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এইচএম মশিউর রহমান জানান, হাটহাজারী থানায় অস্ত্র আইনে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু আদালত জামিন দেননি।
রণির আইনজীবিরা জানান, পুলিশের করা মামলায় জামিন চাওয়া হলেও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেয়া দুই বছরের কারাদণ্ডের বিষয়ে আপিল আবেদন করা হয়নি।
এদিকে মঙ্গলবার দুপুরে রণির জামিন আবেদন না মঞ্জুর করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় রাস্তার দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রনির জামিন আবেদন নাকচের প্রতিবাদে আদালত ভবনের সামনের রাস্তা অবরোধ করে মিছিল-সমাবেশ করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার সকালে রণির মুক্তির দাবিতে নগরীর ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি সিটি কলেজ, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, হাজেরাতজু ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (০৭ মে) বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রণিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।