রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরিবর্তন আসছে ফেসবুকে

প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০১৬ | ১:০১ পূর্বাহ্ন

facebookব্যবহারকারীর সুবিধা বিবেচনায় ফেসবুকে পরিবর্তন আনা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারী স্ক্রল করলেই লাইভ ফিড দেখতে পাবেন, স্ক্রল করতে করতে আঙ্গুল ব্যথা করার প্রয়োজন পড়বে না।

এখন কোনো পোস্ট আপলোড হওয়ার পর তা নিউজ ফিডে আসে। নতুন ফিচার আসায় ব্যবহারকারীর হালনাগাদ নিউজ ফিড দেখার সময় বাঁচবে। কারণ, ব্যবহারকারীকে সাম্প্রতিক নিউজ ফিড দেখতে প্রতিবার স্ক্রল করে আসতে হবে না। আপাতত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। পরে আইওএস সংস্করণেও এ ফিচারটি যুক্ত করবে ফেসবুক। এই ফিচার আনার ফলে ব্যবহারকারী দ্রুত কোনো খবর, হালনাগাদ তথ্য ও বন্ধুদের পোস্ট দেখতে পাবেন।

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীদের নেটওয়ার্কে থাকা বন্ধু ও স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার একটি ফিচার আনার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে ‘রিকমেন্ডেশনস’ নামের এই ফিচারটির ঘোষণা দিয়েছে ফেসবুক। ফেসবুকে কোনো পোস্ট লেখার সময় ব্যবহারকারী যেকোনো বিষয়ে পরামর্শ চেয়ে রিকমেন্ডেশনস চালু করতে পারবেন।