রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

| প্রকাশিতঃ ৯ মে ২০১৬ | ১১:১৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. খোরশেদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোর 8টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহিম জানান, শান্তিরহাটের চিলা শাহ মার্কেটের সামনে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সঙ্গে পটিয়ামুখী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতেঅটোরিকশার চালক খোরশেদ নিহত হন। এছাড়া নজরুল, পুতুলী ও লাভলী নামে আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।