রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অরুচিকর স্লোগান

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৯ | ১:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম : সকালে কিছুক্ষণের জন্য পানি ছিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে। তাই “আমি হাগব পানি দেন” সহ নানা অরুচিকর স্লোগান ও প্লেকার্ড নিয়ে প্রতিবাদ করেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫জুলাই) সকালে হলের গেইট বন্ধু করে পেস্টুন হাতে পানিসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, হলটি পুরাতন হয়ে যাওয়ায় ছাদের বেশ কিছু পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে প্রায় সময় হলের বিভিন্ন স্থানে পানি পড়ে। হলের প্রত্যেক তলার ছাদ ভঙ্গুর হয়ে আছে। যে কোনো মুহূর্তে হতে পারে বড় দুর্ঘটনা।

এ ছাড়াও হলে প্রায়ই পানি থাকে না। রয়েছে অন্যান্য সমস্যা- এমন অভিযোগ জানিয়ে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানের দাবি জানান।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রণব মিত্র (ভারপ্রাপ্ত) ‘একুশে পত্রিকাকে’ বলেন, সকালে পানি সংকটের জন্য শিক্ষার্থীরা হল গেইট বন্ধ করে দেয়। এটি একটি রুটিন ওয়ার্ক। সাময়িক পানির সমস্যা হয়েছিলো তাই লাইনে পানি ছিলো না।তিনি বলেন,আমি ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধান করে দিয়েছি। হল সংস্কারের বিষয়টি প্রভোস্টের আওতায়, তাই কিছু করার নেই বলে জানান ভারপ্রাপ্ত প্রক্টর।

শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল মনছুরকে মুঠোফোনে পাওয়া যায়নি।

একুশে/আইএস/এসসি