মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মালয়েশিয়ার ১৫তম রাজা মুহাম্মদ ভি

প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০১৬ | ৯:৪০ পূর্বাহ্ন

image-3800মালয়েশিয়ায় ১৫তম রাজা নির্বাচিত হয়েছেন কেলান্তান প্রদেশের সুলতান মুহাম্মদ ভি। ৪৭ বছর বয়সী মুহাম্মদ ভি সর্বকনিষ্ঠ রাজা হিসেবে মালয়েশিয়ার সিংহাসনে আরোহণ করবেন।

আগামী ১৩ ডিসেম্বর রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। মালয়েশিয়ার বর্তমান রাজা আবদুল হালিম আগামী ১২ ডিসেম্বর পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন।

গত শুক্রবার মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের শাসকদের ২৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর রাষ্ট্রীয় পদ আগং (রাজা) নির্বাচিত হন তিনি।

মালয়েশিয়ার রাজা মনোনীত হওয়ায় কেলান্তান রাজ্যের সুলতান মুহাম্মদ ভি’কে অভিনন্দন জানান দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক।

মালয়েশিয়ার রাজা অসুস্থ হলে বা বিদেশ সফরে গেলে দায়িত্ব পালন করার জন্যে একজন উপ-রাজা (মালায় ভাষায়- তিমবালান আগং) মনোনীত হয়। এবার নতুন উপ-রাজা মনোনীত হয়েছেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন মুইজুদ্দীন শাহ।

প্রধানত মালয়, চাইনিজ ও তামিল- এ তিন জাতির বাস হলেও দেশটি শাসন করছেন সংখ্যাগরিষ্ঠ মালয়রা। ১৯৫৭ সালে বৃটিশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মালায় শাসকদের মধ্য থেকে মনোনীত একজন দেশের রাজার দায়িত্ব পালন করে আসছেন। সংসদীয় গণতন্ত্রের দেশ মালয়েশিয়ার রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ ‘আগং’ (রাজা)।

কুয়ালালামপুর, পুত্রজায়া, লাবুয়ান- এ তিনটি ফেডারেল টেরিটোরি ছাড়া মালয়েশিয়ার তেরটি প্রদেশের মধ্যে নয়টি মালয় শাসক পরিচালিত। এর প্রতিটি রাজ্যে নির্বাচিত আলাদা সরকার থাকলেও রাজ্যের সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাবান ব্যক্তি হলেন ‘সুলতান’।

মালয় সুলতান শাসিত রাজ্যগুলো হচ্ছে- কেলান্তান, সেলাংগর, নিগরি সিমবিলান, পেরাক, পাহাং, জহুর, তেরাংগানু, পারলিস ও কেডাহ। বাকি চার রাজ্য পেনাং, মালাক্কা, সাবাহ ও সারাওয়াকে রাজা মনোনীত গভর্নর হলেন রাজ্য প্রধান বা রাজ্যের সর্বোচ্চ পদধারী।

দেশের আগং (রাজা) নির্বাচিত হন শুধুমাত্র মালয় শাসিত নয়টি রাজ্যের মহামান্য সুলতান থেকে। নির্বাচিত বা মনোনীত এই রাজা আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

সংসদীয় গণতন্ত্রের দেশ মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে দল বা জোট থেকে প্রধানমন্ত্রী নিয়োগ ও শপথ পাঠ করান আগং। এছাড়া প্রধান বিচারপতি ও সাংবিধানিক অন্যান্য পদগুলোতে নিয়োগ ও শপথ পাঠ করান আগং।

মালয়েশিয়ায় আগং ও প্রদেশের সুলতানরা সরকার প্রধান থেকে শুরু করে সাধারণ জনগণের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি।