বলিউডের শাহেনশা বলা হয় অমিতাভ বচ্চনকে। তার অভিনয়ে মুগ্ধ সবাই। তার নামের কারণেই বচ্চন পরিবারকে সবাই চেনে। সেই বলিউডের শাহেনশা নাকি নায়িকা কঙ্গনার কাছে কাজের জন্য অনুরোধ করেন!
অমিতাভ বলেন, ‘আমি কঙ্গনার খুব বড় ভক্ত। যখনই আমার ওর সাথে দেখা হয় আমি অনুরোধ করি ওর পরের ছবিতে কাজের জন্য ও যেন একবার আমার নামটা সুপারিশ করে।’ কঙ্গনার সঙ্গে কাজ করার ব্যাপারে কী ভাবেন বচ্চন সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবেই এই উত্তর তার।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে রোজ খবরের শিরোনাম কঙ্গনা রানওয়াত। শুরু হয়েছিল হৃত্বিক-কঙ্গনার প্রেমের কাহিনী দিয়ে। এখন তা এসে দাঁড়িয়েছে ‘ব্ল্যাক ম্যাজিক’-এ।
হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ছিল কি না তার থেকেও বড় প্রশ্ন ‘কুইন’ কালা জাদু করেন কি না। এসব কেলেংকারির মাঝে মানুষ ভুলতে বসেছিল কঙ্গনা রানওয়াতের জাতীয় পুরস্কার পাওয়ার কথা। তবে ৩ তারিখের জাতীয় পুরস্কারের অনুষ্ঠান আরও একবার কঙ্গনাকে অভিনয়ে ফেরত আনল।