ঢাকা : দিনাজপুরের কোল মাইনিং কোম্পানি লিমিটেডের কয়লা খনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার কয়লা চুরির মামলায় কোম্পানির সাবেক ৭ ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
রোববার (২১ জুলাই) দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সামছুল আলম।
জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, বড়পুকুরিয়া খনির এই কয়লা বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত হয়। তদন্তে আসামিদের বিরুদ্ধে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা মূল্যের এক লাখ ৪৩ হাজার ৭২৭ মেট্রিক টন কয়লা আত্মসাতের প্রমাণ মিলেছে।
একুশে/এসসি