বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চানাচুরের প্যাকেটে ইয়াবা নিয়ে ধরা

প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৯ | ২:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম : চানাচুরের প্যাকেটের ভেতর ইয়াবা পাচারের সময় সালাউদ্দিন (৩৫) নামের এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল (শুক্রবার) রাতে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা চানাচুরের প্যাকেট থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবক ভোলার লালমোহন থানার কালমা এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।

রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম জানান, কক্সবাজার সরকারি কলেজের সামনে নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে সালাহ উদ্দিনকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা চানাচুরের প্যাকেটে পাঁচ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

সালাউদ্দিনকে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

একুশে/এসসি