চট্টগ্রাম : মোবারক হোসেন হত্যাকারী কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টুলী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, আটকেরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা বিভিন্ন এলাকায় ঘুরে চুরি-ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করত।
গ্রেফতারকৃতরা হলেন, রুবেল(১৯), হৃদয়(১৮)।
এর আগে, সাগরিকা গরুর বাজার ফৌজদার পাড়ায় কথাকাটাকাটির জের ধরে খুন হন মোবারক হোসেন (২০) নামে এক কিশোর। নিহত মোবারক হোসেন দক্ষিণ কাট্টলী মুরগী ফার্ম এলাকার মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে সাগরিকা গরুর বাজারের বিপরীতে বসে গল্প করার সময় পূর্বের একটি ছিনতাই করা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে নিহত মোবারক রুবেলকে থাপ্পড় মারে। এসময় রুবেল সেখান থেকে চলে গিয়ে তার অন্য সহযোগীদের নিয়ে এসে মোবারককে মারধর করে। এক পর্যায়ে বাঁশ দিয়ে মোবারককে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান জানান, মোবারকের দুই হত্যাকারীকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। মোবারক ও হত্যাকারীরা সবাই একই কিশোর গ্যাংয়ের সদস্য। রাতে কথা কাটাকাটির জের ধরে খুন হয় মোবারক।
একুশে/এসসি