দক্ষিণ সুদানে বন্দুকযুদ্ধে ৫৬ বিদ্রোহী নিহত

pak-armyদক্ষিণ সুদানে সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫৬ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার এক সামরিক মুখপাত্র জানান, রবিবার দুই বাহিনীর মাঝে তুমুল সংঘর্ষ হয়।

এতে সামরিক বাহিনীর মধ্যে চারজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২০ জন।

সুদান পিপলস লিবারেশন আর্মির ‍মুখপাত্র ব্রিগেডিয়ার জেনালেন লুল রওয়াই কোয়াং দাবি করেন, দেশটির ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের নেতৃত্বে একদল বিদ্রোহী মালাকাই শহরে আক্রমণ চালায়।

তিনি বলেন, রিয়েক মাচার আমাদের দুইদিক থেকে হামলা চালায়। আমরা তাদের দমন করতে সক্ষম হই। লাশের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে নিহতের সংখ্যা ৫৬।’

নিহতের সংখ্যা ৮০ ছাড়াতে পারে বলেও জানান তিনি। সামরিক বাহিনীর মধ্যে চারজন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ২০ জন। রয়টার্স