মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নগরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৯ | ৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর) । গতকাল নগরের আকবরশাহ থানাধীন ফিরুজশাহ কলোনীস্থ হাজীঘোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পান্নু মিয়া (৩০), মো. আদম শিকদার (৩২) ও মো. নিজাম মোল্লা (৪০)।

পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেনের নির্দেশনায় গতকাল রাতে আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশের একটি দল। এসময় ওই থানাধীন ফিরুজশাহ কলোনীস্থ হাজীঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৩টি ছোরাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানায় পুলিশ।

একুশে/এসসি