বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী চীনের

chaina_millitaryপৃথিবীর সর্ববৃহৎ সেনাবাহিনীর অধিকারী গণপ্রজাতন্ত্রী চীন। চীনের গণমুক্তি ফৌজই হল বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী। গণমুক্তি ফৌজে মোট সেনার সংখ্যা ২৩ লাখ।

১৯২৭ সালের ১লা আগস্ট সরকারিভাবে তৈরি হয় এই বাহিনী। চীনের গণমুক্তি ফৌজের প্রধান কার্যালয়- বেজিং-এর সেন্ট্রাল মিলিটারি কমিশন।

এই কমিশনের চেয়ারম্যান হলেন চীনা রাষ্ট্রপতি এবং ভাইস চেয়ারম্যান হলেন জেনারেল ফ্যান চ্যাংলং।