বর্তমানে বলিউডে যে কয় জন সুপার হট নায়িকা রয়েছেন তার ভেতর পরিণীতি চোপড়া অন্যতম। বলিউডের অন্য সব নায়িকাদের থেকে একটু আলাদা তিনি। অন্যান্য নায়িকাদের নিয়ে প্রেম-ভালোবাসার গল্প শোনা গেলেও তার ব্যাপারে কিন্তু এখনও কিছু শোনা যায়নি।
তবে পরিণীতি চোপড়া নাকি এক নারীর প্রেমে পড়েছেন। সেই নারী আবার এই বলিউড ইন্ডাস্ট্রিরই একজন। মানে সেই নারী দূরের কেউ নন তিনি পরিণীতির কলিগ। কে সেই নারী জানতে গিয়ে পরিণীতি টুইটারে নিজেই জানিয়েছেন তার ভালবাসার কথা।
পরিণীতির সেই নতুন প্রেমিকা হলেন আনুশকা শর্মা। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ছবির ট্রেইলারে আনুশকাকে দেখে মুগ্ধ হয়ে পরিণীতি তার প্রেমে পড়ে গিয়েছেন। সেই ভালবাসার কথা জানাতে পরিণীতি টুইট করেছেন, ‘গার্ল ক্রাশ’।
আনুশকাও মজা করেছেন। তিনি পরিণীতির টুইটারের জবাবে লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ হটি’। হালের এই দুই নায়িকার প্রেমের জোয়ারে আপাতত ভাসছে বলিউড।