চট্টগ্রাম : নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামির নাম মো. রেজাউল করিম(৩৩)।
পুলিশ জানায়, গতকাল রাতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় টাইগারপাস এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় রেজাউল করিম নামের এক যুবককে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
একুশে/এসসি