ব্রিকস সম্মেলনে অংশ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলায় টুইট করে অভিবাদন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী তার টুইটে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার আতিথেয়তা গ্রহণ করায় আমি সম্মানিত। ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে মজবুত করার জন্য আপনার ভূমিকাকে ধন্যবাদ জানাই।’
রবিবার সকালে ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের গোয়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।