রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তাসভির এমারেলড অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন ফারুকী

প্রকাশিতঃ ১৬ অক্টোবর ২০১৬ | ৯:৪৬ পূর্বাহ্ন

sarrwar-farukiশুক্রবার থেকে আমেরিকার সিয়াটলে শুরু হয়েছে সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভাল। উৎসবের পর্দা উঠতে যাচ্ছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজী’ সিনেমাটি দিয়ে। তবে, চমকটা হচ্ছে সাউথ এশিয়ান চলচ্চিত্রে অবদানের জন্য এ উৎসবে তাসভির এমারেলড অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে ২০ অক্টোবর এ নির্মাতার ‘পিঁপড়াবিদ্যা’ চলচ্চিত্রটিও প্রদর্শীত হবে।

শুক্রবার সকালে নিজের সম্মাননা প্রাপ্তির খবর জানিয়ে অভিভূত ফারুকী বলেন, এ সম্মাননা নিঃসন্দেহে আমি এখন পর্যন্ত যা করেছি তার স্বীকৃতি নয়, আমার ভবিষ্যত চলচ্চিত্র যাত্রাকে অনুপ্রাণিত করতেই এটি দেয়া হচ্ছে বলে মনে করি। আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে। সাউথ এশিয়ার এ বড় চলচ্চিত্রের আসরকে স্যালুট।

উৎসবে যোগ দিতে বুসান ফিল্ম ফ্যাস্টিভালের বিচারক ফারুকী খুব শিগগিরই সিয়াটলে পৌঁছাবেন। দশ দিনের এ উৎসবে এবারের শ্লোগান ‘ভালোবাসার জয়’। ২৩ টি পূর্ণদৈর্ঘ্য ও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে এবারের আসরে অংশগ্রন করছে আফগানিস্থান, বাংলাদেশ, ভূটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা।

এবারের আসরে বাংলাদেশই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এমনটা জানিয়ে উৎসবের নির্বাহী পরিচালক ও অন্যতম প্রতিষ্ঠাতা রীতা মেহের বলেন, সাম্প্রতিককালে মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে বাংলাদেশের মানুষের সংগ্রামের প্রেক্ষিতে আমরা মনে করছি, বাংলাদেশের এমন একটা প্লাটফর্ম দরকার যেখানে গতিশীল ও সংবেদনশীল জাতি হিসেবে তারা তাদের ভবিষ্যতের স্বপ্ন ও গল্পগুলো বুনতে পারবে।

উৎসবটি আয়োজক অলাভজনক শিল্প সংগঠন তাসভির। সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার ও সামাজিকন্যায়বিচার ইস্যুত সাম্প্রতিক সময়ের আলোচিত ইস্যুগুলোর উপর আলোকপাত করে আসছেন তারা।