ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সারাদেশে নির্বাচন ঘিরে যেসব সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে, তার বেশিরভাগই ব্যক্তিগত দ্বন্দ্বে।
রোববার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনে আইনশৃংখলা বাহিনী ঠিকমত দায়িত্ব পালন করেছে। রাজশাহীর বাগমারায় আমরা প্রথমে শুনি, অনেক মানুষ মারা গেছে। কিন্তু পরে জানলাম দু’জন মারা গেছে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এই দু’জনের মধ্যে আবার একজন হৃদরোগে মারা গেছেন। অন্যজন গোলাগুলিতে। দু’জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বিরোধের জেরে এখানে সংঘর্ষ হয়েছে।’ তিনি বলেন, কুমিল্লাতেও দু’জন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এগুলোকে রাজনৈতিক বলা ঠিক হবে না। আর ভোটে আমাদের প্রতিবেশী ভারতেও এ ধরনের সংঘর্ষ হয়ে থাকে।
রাজধানীর মিরপুরে রোববার সরকার দলীয় দুই এমপির সমর্থকদের সংঘর্ষের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যক্তি পর্যায়ে দু’জনের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতে পারে। তবে তা প্রকাশ পাওয়া বাঞ্ছনীয় নয়।