বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চীনের বৈদেশিক নীতিতে বিশ্বাসী বিএনপি। ছোট-বড় মিলেমিশে থাকতে হবে। সুতরাং একে অপরে সঙ্গে যুদ্ধ নয়। চীনের এই নীতিসহ সকল নীতিতে আমরা বিশ্বাসী।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান।
ড. মোশাররফ বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র এই সফরে সরকারকে পরিকল্পিতভাবে ম্যাসেজ দিয়ে গিয়েছেন। সেই কারণে এই সফর ভূ-আঞ্চলিক রাজনীতি হিসাবে গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি বর্তমান বিরোধী দলের নেত্রীর সঙ্গে বৈঠক করেননি। কারণ চীনের প্রেসিডেন্ট জানেন, জনগণের নেত্রী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমান বিরোধী দলের নেত্রী নন। সেই কারণে চীনের প্রেসিডেন্ট সরকারকে ইঙ্গিত ও ইশারায় বলেছেন, জনগণই তাদের কাছে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চীনের রাষ্ট্রপতির মূল বার্তা ছিল, বাংলাদেশের সকল সংকটে চীন আমাদের পাশে থাকবে। এই কারণে ‘সি জিনপিং’ এই সফরে ২৭টি চুক্তিকে স্বাক্ষর করে গিয়েছেন। জনগণ ও বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সকল চুক্তি প্রযোজ্য। সুতরাং বিএনপি প্রত্যাশা করে, সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে দু’দেশের জনগণের উন্নয়নের জন্য এ সকল চুক্তি বাস্তবায়ন করা হবে।
মোশাররফ হোসেন বলেন, চীনের প্রেসিডেন্ট সরকারকে আরও একটি বার্তা দিয়ে বলেছেন, সরকার আসে যায়। তাই চীনের কাছে জনগণই বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং জনগণকে শোষণ নয়।